ঠাকুরগাঁও জেলা সমিতির উত্তর আমেরিকার সৌজন্যে শীতার্ত ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ
মোঃ আব্দুস সবুর, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বাংলাদেশের উত্তরের জনপদ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় শীতার্ত, অসহায় ও গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন ঠাকুরগাঁও জেলা সমিতি উত্তর আমেরিকা নামক একটি সংগঠন ।
গতকাল রবিবার সন্ধায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৫নং দুওসুও ইউনিয়নের ইঞ্জিনিয়ার আব্দুর রউফ হাসকিং মিল-চাতালে গরীব ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরনের সময় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা প্রকৌশলী মোঃমাইনুল হক, সমিরউদ্দিন ডিগ্রী কলেজের প্রভাষক মো. আব্দুস সামাদ, বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মোমিনুল ইসলাম সুমন,অত্র ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, মহিলা ইউ’পি সদস্য সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
কম্বল বিতরন কার্যক্রম পরিচালনা করেন অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রউফ এর ভাগিনা সাজেদুর রহমান,বজলুর রহমান ও মনছুর আলী প্রমুখ।
কম্বল পেয়ে স্থানীয় গরীব ও অসহায় মানুষের মুখে খুশি ঝিলিক দেখা যাই এবং তারা সকলেই ‘ঠাকুরগাঁও জেলা সমিতি উত্তর আমেরিকা’ সংগঠনেটির উন্নতি ও সফলতা কামনা করেন।
উল্লেখ্য যে, ঠাকুরগাঁও জেলা সমিতি উত্তর আমেরিকা’ সংগঠনটি ২০১৪ সালে সভাপতি এ্যাডভোকেট মো. আবু হেলেন এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুর রউফ এর নেতৃত্বে ঠাকুরগাঁও জেলার সকল প্রবাসীদের নিয়ে গঠিত হয়। বর্তমানে কমিটির সভাপতি মো. মিজানুর রহমান (দুলাল) ও সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান। এই সংগঠনটি বরাবরই ঠাকুরগাঁও জেলার অসহায় মানুষের পাশে দাড়িয়েছে এবং প্রতি বছর অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র দিয়ে সহযোগিতা করে আসছেন। এবারও ৫নং দুওসুও ইউনিয়নে কম্বল বিতরণ শুরুর মধ্য দিয়ে বালিয়াডাঙ্গী উপজেলা ৮টি ইউনিয়নে পর্যায়ক্রমে প্রায় ৮ শতাধিক কম্বল বিতরণ করা হবে বলে জানিয়েছেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রউফ।