ঢাকা | জানুয়ারী ১৩, ২০২৫ - ১১:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীতে অবৈধ ইট ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, January 11, 2021 - 6:07 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 29 বার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে আবাদী জমির উপর অবৈধভাবে গড়ে উঠা শুভ ভাটায় অভিযান চালিয়ে ভাটার স্টীমসহ ধ্বংস করে যাবতীয় কার্যক্রম বন্ধ করেছেন প্রশাসন।

সোমবার সকাল থেকে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও দিনাজপুর র‌্যাব-১৩ এর সহযোগীতায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিট্রেট আবু হাসান এই অভিযান পরিচালনা করেন।

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের সনদ ছাড়ায় অবৈধভাবে চলতে থাকা এই
ইটভাটাটি বন্ধে এসময় উপস্থিত ছিলেন,দিনাজপুর র‌্যাবের কোম্পানী কমান্ডার এএসপি আহসান হাবিব, ফুলবাড়ী ফায়ার সার্ভিসের সোহেল রানা প্রমূখ।

স্থানীয়সূত্রে জানা যায়, অনুমোদন ছাড়াই এই ইটভাটাটি জনবসতিপূর্ন এলাকা, ফসলি জমির কাছে স্থাপন করা হয়। যেকারণে ইটভাটার আশপাশের ফসল ও শাকসব্জির চাষ করা
ঝুঁকিপূণ হয়ে উঠে। এলাকার কৃষকরা ভাটাটি বন্ধের জন্য বিভিন্ন সময় কৃষি বিভাগের
দারস্থ হয় । তবে দীর্ঘদিন পর ভাটাটি বন্ধে সংশ্লিষ্ট বিভাগ উদ্যেগ নেয়ায় এলাকার কৃষকের
ফসলী জমি পুনরায় আবাদযোগ্য হবে বলে আশাবাদী ওই এলাকার ভুক্তভোগী কৃষকরা।