ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১০:৪১ অপরাহ্ন

সাংবাদিক মিজানুর রহমান খান মারা গেছেন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, January 11, 2021 - 10:00 pm
  • পঠিত হয়েছে: 63 বার

নবোদয় প্রতিবেদক : দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে, গত বছরের ২৭ নভেম্বর মিজানুর রহমান খান করোনা ভাইরাসে আক্রান্ত হন। এরপর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসা নেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে গত ১০ ডিসেম্বর তাকে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) ভর্তি করা হয়।