ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১১:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কবিতা “কখনো বা অন্ধকারে”

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, January 12, 2021 - 2:33 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 69 বার
রঞ্জন ভট্টাচার্য, ব্যারাকপুর
নক্ষত্রলোকে যেতে যেতে
থমকে দাঁড়াই ,
আর কতদূর ….
সামনে পিছল পথ
এমন কোনো যান নেই যে
পাড় করে দেয় ।
শুধু বিশ্বাসের উপর ভর করেই
এগিয়ে চলা….
তবু খসে যায় ডানা প্রকৃতির নিয়মেই
খসা ডানা নিয়েই খোঁড়াতে খোঁড়াতে
খানা-খন্দ অতিক্রম করে
নিদেনপক্ষে সেই দরজায় ।
বন্ধ দরজা খুলতে খুলতে
কয়েক যুগ কেটে যায় ….
কখনো খোলে কখনো বা সেই অন্ধকার;
শুধু এক ভৌতিক শব্দ….
জীবনকে তাড়িয়ে বেড়ায় ।
আমৃত্যু কাল….