ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১১:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বিশিষ্ট ব্যবসায়ী শহীদ উল্লাহ পাটোয়ারি নিউইয়র্কে মৃত্যু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, January 12, 2021 - 2:35 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 70 বার

মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃ নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা শহীদ উল্লাহ পাটোয়ারি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। করোনা মহামারীর এই সময়টাতে দীর্ঘ কিডনী ও হৃদযন্ত্রের জটিলতায় ভুগে গত শুক্রবার নতুন বছরের প্রথম দিন মারা যান নিউইয়র্কের সফল ও পুরানো এই ব্যবসায়ী।

দীর্ঘ ত্রিশ বছরেরও বেশি সময় ধরে শহীদ উল্লাহ পাটোয়ারি নিউইয়র্কে বসবাস করছিলেন। এই সময়টায় তিনি জড়িয়ে ছিলেন গ্রোসারি, রেস্টুরেন্ট ও আবাসন ব্যবসায়ের সাথে। ম্যানহাটানের বাংলাদেশি মালিকানাধীন দোয়েল গ্রোসারির অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। শহীদ উল্লাহ পাটোয়োরির মৃত্যুতে কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া।

পরিবার সূত্রে জানা গেছে, অনেকদিন ধরেই তিনি নানা অসুখে ভুগছিলেন। কিন্তু সম্প্রতি তার অসুস্থ্যতা বেড়ে যাওয়ায় ভর্তি করা হয় ব্রুকলিনের ওয়াইকফ হাইটস মেডিকেল সেন্টারে। সেখানে কয়েকদিন লাইফ সাপোর্টে থাকার পর মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, নাতি, নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরে ম্যানহাটানের মদিনা মসজিদে রোববার জানাজার পর, সোমবার ব্রুকলিনের বুশউইকের সাইপ্রাস হিল সিমেট্টিতে দাফন করা হয় তাকে। পরিবারের পক্ষ থেকে তার জন্যে দোয়া চাওয়া হয়েছে।

বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার দালালবাজারের গোপিনাথপুর গ্রামের পাটোয়ারি বাড়ির সন্তান শহীদ উল্লাহ পাটোয়ারি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। এজন্যে তিনি বিভিন্ন সময় নানা সম্মাননাও পেয়েছেন। আব্দুল গনি পাটোয়ারির ছয় সন্তানের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।