হঠাৎ ট্রাম্প-পেন্স বৈঠক ওভাল অফিসে
মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃ ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে হঠাৎ করেই ওভাল অফিসে বৈঠক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। ১১ জানুয়ারি (সোমবার) তারা এই বৈঠকে মিলিত হন বলে হোয়াইট হাউজের এক সিনিয়র কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন।
ধারণা করা হচ্ছে, ক্ষমতা থেকে ট্রাম্পকে সরানোর উদ্যোগ নিতে ডেমোক্রেটদের অব্যাহত চাপের মুখে ট্রাম্প ও পেন্স উভয়ে অভিন্ন অবস্থান নিয়েছেন। তাদের বৈঠকের বিষয়ে প্রশাসনিক ওই কর্মকর্তা আরো জানান, দু’জনের মধ্যে চমৎকার আলোচনা হয়েছে।
গত সপ্তাহে ক্যাপিটল হিলে সশস্ত্র হামলার পর উভয়ের এটি প্রথম বৈঠক। ওই কর্মকর্তার দেয়া তথ্য অনুসারে, আগামী ২০ জানুয়ারির আগে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর কোন ইচ্ছেই ট্রাম্পের নেই। ওইদিন জো বাইডেনের শপথ নেওয়ার মধ্যদিয়ে ট্রাম্পের ক্ষমতার মেয়াদ শেষ হবে। সংবিধানের ২৫তম সংশোধনীর মাধ্যমে ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার কোনও ইচ্ছেও পেন্সের নেই। বরং তারা উভয়ে মেয়াদের শেষ দিন পর্যন্ত দেশের জন্য কাজ করার অঙ্গীকার করেন।