ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ২:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে সুপারি বাগান থেকে মাদরাসা শিক্ষকের লাশ উদ্ধার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 13, 2021 - 10:32 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 110 বার

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে সুপারি বাগান থেকে শহিদুল ইসলাম হাওলাদার(৫২) নামে এক শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ৮টার দিকে দাসখালী গ্রামের আলমগীর হাওলাদারের বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

হোগলাপাশা গ্রামের আব্দুল গনি হাওলাদারের ছেলে শহিদুল পার্শ্ববর্তী পিরোজপুর জেলার নামাজপুর দাখিল মাদরাসার শিক্ষক ছিলেন। তার স্ত্রী ও দুটি ছেলে সন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, আজ সকাল ৭টার দিকে বাগান সংলগ্ন বাসিন্দা সুধারানী মজুমদার বাগানে লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।

থানার ওসি মো. মনিরুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চত করে বলেন, শহিদুল ইসলামের লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার মৃত্যুর সঠিক কারন জানতে পোষ্টমর্টেম করানো হবে।