ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ২:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কবিতা “এসেছো মনের ভুলে”

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 13, 2021 - 10:50 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 133 বার

রাজলক্ষ্মী মৌসুমী

হৃদয়ের রং তুলিতে মহা তরঙ্গের ঢেউ উঠেছে।
কখন যে দুরাশার কালো মেঘ ছিনিয়ে নেবে এক নিমিষে।
দিনমনি কুয়াশার  আড়ালে আমায় দেখে মুচকি হাসে——
এ যে কোন হাসি জানি আমি।
বালুকাময়   তীরে দিনের প্রথমে অসময়ে অবসর প্রেমের ছাওনি উড়াল দিলো উত্তরের  ঐ কোণে।
অবহেলা অনাদরে অস্থির  মনের পালকগুলোও যেনো উড়ে যেতে চায়  তার পানে।
এমনিতর হৃদয়ের রং
চাইনি তো?
তুমিই এসেছো মনের অজান্তে।
আমি যেমনি আছি তেমনি থাকি।
তোমার সারাদিনের ক্লান্তি  আর নকল ভালোবাসা
ঘুচবে না আমার মনের ঘরে।
আর  কখনও হয়তো
যাবো না তোমার মনোরথে।