ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:৪৯ অপরাহ্ন

চাদ ওলফ ট্রাম্পকে ছেড়ে কেটে পড়লেন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 13, 2021 - 10:52 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 52 বার

মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃ পরিস্থিতি বেগতিক দেখে আগেভাগেই পদ ছাড়লেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রিয়পাত্র হোমল্যান্ড সিকিউরিটি ডিভিশনের একটিং চিফ চাদ ওলফ। নিজের পদে থাকার কথা জানানোর এক সপ্তাহেরও কম সময় পরে এবং নতুন প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের শপথ গ্রহণের ১০ দিন আগে পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি। খবর আল জাজিরার।

১১ জানুয়ারি (সোমবার) আচমকা পদত্যাগের কথা ঘোষণার কারণ হিসেবে ওলফ তার দায়িত্ব পালনের আইনি বৈধতার কথা উল্লেখ করেন। তবে এই বৈধতার প্রশ্নটা কয়েক মাস আগেই উঠেছিল। তখন অবশ্য ওলফ এ বিষয়ে চুপ করেছিলেন।

হাউস হোমল্যান্ড সিকিউরিটি কমিটির প্রতিনিধি বেনি থম্পসন বলেন, কয়েক মাস আগে থেকেই তার পদে থাকার বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু তখন তিনি তাতে কান দেননি। কিন্তু এখন হুট করে পদ ছাড়ার এ ঘোষণাটাও আবার প্রশ্নবিদ্ধ মনে হচ্ছে।

থম্পসন বলেন, তিনি এমন এক সময়ে পদত্যাগ করেছেন, যখন জাতীয় সঙ্কট চলছে এবং এমন আশঙ্কা করা হচ্ছে যে, ক্যাপিটল হিলে হামলার মতো আরো হামলা হতে পারে।

ওলফ ২০১৯ সালের নভেম্বর থেকে দায়িত্ব পালন করছেন। তবে তার দায়িত্ব পালনে সিনেটের অনুমোদন নেয়া হয়নি। কিন্তু সাম্প্রতিক সময়ে নানা ব্যাপারে আদালতের রায় কার্যকর হওয়ায় তিনি আগে ভাগে পদ ছাড়ছেন বলে মনে হচ্ছে।