ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ২:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মান্দায় এক অজ্ঞাত ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 13, 2021 - 10:54 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 68 বার

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক অজ্ঞাত ব্যক্তির গলাকাটা লাশের সন্ধান পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার ১৪ নং বিষ্ণপুর ইউনিয়নের (জোঁকাহাটের পূর্বে) ছামাদের মোড়
সংলগ্ন শহরবাড়ি এলাকায়।

বুধবার (১৩ জানুয়ারি )সকাল সাড়ে ৮ টার দিকে একটি বিলের ধারে পুকুরের পার্শ্বে স্থানীয়রা কাজ করতে এসে লাশটি দেখতে পেয়ে মান্দা থানা ‍পুলিশকে জানায়। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। (এ রিপোর্ট লেখা পর্যন্ত) নিহতের নাম পরিচয় জানা যায়নি। তবে নিহতের অানুমানিক বয়স ৪৫ বছর, পরনে শার্ট- প্যান্ট এবং জুতা ছিলো। নিহতের কাছে একটি মোবাইল ফোন অাছে, যে ফোনটিতে রিংটন বাজতেছিলো বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। ঘটনাস্থল থেকে এসব অালামত সংগ্রহের চেষ্টা চলছে।

এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশটি উদ্ধারের চেষ্টা চলছে।