ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৬:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

তারাব পৌরসভা নির্বাচনি প্রচারণায় সংঘর্ষ ঘটনায় দুই কাউন্সিলর প্রার্থীসহ ৬ জন গ্রেফতার;

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 13, 2021 - 3:58 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 79 বার

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার নির্বাচনি প্রচারণায় কাউন্সিলর সমর্থকের মধ্যে সংঘর্ষ ঘটনায় দুই কাউন্সিলর প্রার্থীসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে (মঙ্গলবার রাতে) দুই পক্ষ থেকে পৃথক দুটি মামলা করার পর পুলিশ তাদের গ্রেফতার করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নোয়াপাড়া এলাকায় কাউন্সিলর প্রার্থী রুহুল আমীন ও প্রতিদ্বন্দ্বী অপর প্রার্থী আনোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কিছু কর্মী আহত হয়। উত্তেজিত কর্মীরা যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এঘটনায় আলাদা দুটি মামলা করা হয় দুই কাউন্সিলর প্রার্থীর পক্ষে। পরে দুই প্রার্থীসহ উভয় গ্রুপের ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত তারাব পৌরসভার ৭ সং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রুহুল আমীন ও প্রতিদ্বন্দ্বী অপর প্রার্থী আনোয়ার হোসেনকে বুধবার সকালে আদালতে পাঠায় পুলিশ। দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে শুনানী শেষে বিচারক আহমেদ হুমায়ূন কবির দুই কাউন্সিলরকে জামিন প্রদান করেন। আর হলফনামা দেয়ার পর অপর চারজনের বিষয়ে জামিনের বিষয়ে আদেশ দেয়ার কথা জানান বিচারক।

মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব পৌরসভা পৌরসভা নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন ও রুহুল আমিনের সমর্থকের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হয়। ভাংচুর ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।