ভোলা চরফ্যাশনে ৩দিনের সড়কে ঝড়ল ৩ প্রান! আহত ৬ নিখোঁজ ১
এম,নোমান চৌধুরী, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় গত তিনদিনে কাভ্যার্ড ভ্যান, হোন্ডা, ট্রাক, বোরাক ও ব্যাটারি চালিত রিক্সার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন৷ মৃত্যু ছাড়াও আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৬জন এবং চরফ্যাশন বাজার থেকে নিখোঁজ রয়েছে এক ব্যবসায়ী৷
রোববার (১০জানুয়ারি) দুপুর ১টার সময় চরফ্যাসন পৌরসভার বিআরডিবি মোড়ে সড়ক দুর্ঘটনা নিহত হয়েছেন আশরাফুল আলম টুলু (৪০) নামের এক ইউপি সদস্য৷ তিনি লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়ন ৭নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা মাহে আলমের ছেলে৷
সোমবার (১১জানুয়ারি) দুপুর সারে ১২টার সময় চরফ্যাসন কাশেমগঞ্জ বাজারে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দক্ষিন মাদ্রাজ শিক্ষক মাওলানা মোঃ এরশাদ আলী (৫৮)৷ তিনি চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ডের বাসিন্দা৷
মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার সময় চরফ্যাশন উপজেলার শশীভূষণ মালেক মাওলানা হুজুরের মাদরাসার সামনে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মোঃ সেলিম (৪০)৷ তিন তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন ২নং ওর্ডের বাসিন্দা৷
শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার পর চরফ্যাশন বাজার থেকে নিখোঁজ রয়েছেন ব্যবসায়ী হাবিবুর রহমান (৩৫)৷ তিনি চর মাদ্রাজ ইউনিয়ন ৩নং ওয়ার্ড দক্ষিণ নাজিমুদ্দিন গ্রামের মজিবল মিয়ার ছেলে৷
চরফ্যাশনের সচেতন মহলের অভিব্যাক্তি, চরফ্যাশনে আর কতো মৃত্যু হলে সড়ক দুর্ঘটনা কমবে! মানুষ এমন নির্মমভাবে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হাত থেকে বাঁচতে চায়৷ লাইসেন্স ছাড়া নসিমন, করিমন, টমটম, বোরাক, ভাড়াটিয়া হুন্ডা, ব্যাটারি চালিত রিক্সা যেমন খুশি তেমনি ভাবে চলতে দেয়া যায়না৷ এগুলো বন্ধ করতে হবে৷ অযোগ্য ড্রাইভারদের চিহ্নিত করতে হবে।