ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৫:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহে ৫০০০ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাসমাহ ফাউন্ডেশন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, January 14, 2021 - 2:12 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 158 বার

আরিফ রববানী, ময়মনসিংহ : ময়মনসিংহের সদর উপজেলায় প্রত্যেকটি ইউনিয়নে এবং সিটি কর্পোরেশন এরিয়ার বেশ কয়েকটি ওয়ার্ড সহ মোট ৫০০০ শীতার্তদের মাঝে শীতবস্ত্র পৌছে দিয়েছেন মানবিক সংগঠন বাসমাহ ফাউন্ডেশন।

শীতবস্ত্র বিতরণের অংশ হিসাবে ফাউন্ডেশনের সমাপনী কর্মসূচিতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে শেষ ইভেন্টের উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।১৩ই জানুয়ারী বুধবার উপজেলার দুলালবাড়ি গুচ্ছগ্রামে এই শীতবস্ত্র বিতরণ কর্মসুচীর উদ্ভোধন করা হয়।

এই সময় উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম উদ্ভোধনী বক্তব্যে-জাতির জনকের স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মানে সমাজের বিত্তশালীদের অসহায় গরীব হত-দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। বাসমাহ ফাউন্ডেশনের প্রতিনিধি সহ ভলান্টিয়াররা শ্রম ও মেধায় এবং বিশিষ্ট সমাজ সেবক মীর হোসেনের অনুপ্রেরণা ও সাহসে এই শীতবস্ত্র বিতরণ সফল হওয়ায় মীর হোসেনের প্রতি কৃতজ্ঞতা জানান বাসমাহ ফাউন্ডেশনের প্রতিনিধি সহ ভলান্টিয়াররা। হাড় কাপানো শীতের সম্বল হিসাবে শীতবস্ত্র পেয়ো বাসমাহ ফাউন্ডেশনের প্রতি দোয়া,ভালোবাসা ও দোয়া ও কৃতজ্ঞতা জানান ভোক্তভোগীরা।