ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ২:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সেচ্ছায় রক্ত দানে উৎসাহ যোগাতে ‘‘ফুলবাড়ী ব্লাড ব্যাংক’’ এর সচেতনতা মুলক কার্যক্রম

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, January 14, 2021 - 6:04 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 157 বার

মেহেদী হাসান উজ্জ¦ল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:“রক্ত দানে ভয় নাই,রক্ত দানের মধ্যদিয়ে উত্তম মানব সেবা দেওয়া য়ায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে সেচ্ছা সেবী সংগঠন ‘‘ব্লাড ব্যাংক” এর উদ্যোগে সচেতনতা মুলক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আত্মমানবতার সেবায় নিয়জিত কিছু তরুনদের নিয়ে গঠিত ‘‘ফুলবাড়ী ব্লাড ব্যাংক’’ নামে একটি সেচ্ছা সেবী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১২টায় সেচ্ছায় রক্ত দানে উৎসাহ যোগাতে সচেতনতা মুলক এক বর্ণাঢ্য র‌্যালী পৌর শহর প্রদক্ষিন করে।
র‌্যালীতে অংশগ্রহন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন। ‘‘ব্লাড ব্যাংক” এর আহবায়ক সমাজ সেবক মানিক মন্ডল।
র‌্যালী শেষে ফুলবাড়ী জি,এম পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোজাম্মেল হক এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জ রায় চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের আহবায়ক মোঃ মানিক মন্ডল, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহেদুল ইসলাম ডিফেন্স, ‘‘ফুলবাড়ী ব্লাড ব্যাংক” এর সদস্য শাহাজাহান, রবিন, নুরইসলাম, লিমন, শাপলা, আবুল, রাহুল, পারভেজসহ সাধারণ সদস্যাগন। এসময় রক্ত দানে উৎসাহ মুলক বক্তব্য রাখেন।