ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১১:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

তথ্য দিন সেবা নিন রাঙ্গাবালীতে মাদক প্রতিরোধে বিট পুলিশিং সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 16, 2021 - 3:34 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 55 বার

রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতাঃ পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

তথ্য দিন সেবা নিন এই স্লোগান সামনে রেখে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ সবা করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় রাঙ্গাবালী ও ছোটবাইশদিয়া ইউনিয়নের বঙ্গবাজারে থানার ১নং বিট পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান। সভাপতিত্ব করেন রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শিবলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা বাবু তালুকদার ।

সভা সঞ্চালনা করেন রাঙ্গাবালী থানার এসআই নাজমুল হাসান। এসময় বক্তরা বলেন, মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার লক্ষে প্রতিটি ইউনিয়নে একটি করে বিট পুলিশিং কার্যালয় করা হয়েছে। প্রতিটি কার্যালয়ের বিট কর্মকর্তা হিসেবে একজন করে এসআইকে দায়িত্ব দেয়া হয়েছে। যাতে মানুষ খুব সহজেই পুলিশের কাছ থেকে সেবা নিতে পারেন।

এছাড়াও মদক সহ অন্যান্য অপরাধ বন্ধ করার জন্য বিট পুলিশিং কার্যালয় বিশেষ ভূমিকা পালন করছে। আগামী দিনেও পুলিশকে তথ্য দিয়ে সেবা নেয়া ও অপরাধ বন্ধে সহযোগীতার আহ্বান জানান বক্তারা।