সুষ্ঠু ভাবেই চলছে মাধবপুর পৌরসভা ভোট গ্রহন
হুমায়ুন কবির, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর পৌরসভায় চলছে ভোটগ্রহণ। সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ বিরতিহীন ভাবেই চলছে কার্যক্রম বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে ভোটার উপস্থিতি। ভোটকেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে।
মাধবপুর পৌরসভার ৯ টি কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। এখন পর্যন্ত কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি কোন কেন্দ্রেই। সকালে আশাবাদী সুষ্ঠু ভাবে ভোট গ্রহন সম্পন্ন হবে, প্রতিটি কেন্দ্রেই তিন স্তরে নিরাপত্তা কর্মীর ব্যবস্থা করা হয়েছে।
মাধবপুর পৌরসভায় নৌকা মার্কা নিয়ে লড়ছেন শ্রীধাম দাশগুপ্ত। প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দুইবারের মেয়র বীর মুক্তিযোদ্ধা শাহ মো. মুসলিম (জগ), গত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হিরেন্দ্র লাল সাহার ছোট ভাই পংকজ কুমার সাহা (নারকেল গাছ)
বিএনপির মনোনীত একক হাবিবুর রহমান মানিক।
নৌকা প্রার্থীর সাথে কথা বলে জানা যায় উনি উনার ভাস্য মত এগিয়ে আছে। অপর দিকে নারিকেল প্রার্থীর সাথে যোগাযোগ হলে উনি বলেন আপনাদের সবার আর্শিবাদ কামনা করছি।
অপ্র দিকে সাবেক মেয়র জগ প্রার্থীর সাথে সাক্ষাৎকার হলে উনি বলেন আমি বিজয়ী হলে সর্ব স্থরের জনগণ কে নিয়ে উন্নয়ন কাজে শরিক হব আপনারা দোয়া করবেন।
এদিকে ধানের শীষ প্রতীক উনার সাথে কথা বললে জানা যায় আল্লাহর রহমতে এগিয়ে আছি বাকি আপনাদের কাছে দোয়া চাই।
এখানে সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন আর সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। সময় ঘনিয়ে আসার সাথে সাথেই অধির আগ্রহ নিয়ে অপেক্ষায় আছে সমস্ত পার্থীগন, ভোট গ্রহন নিয়ে নেই কোন সংশয় কোন প্রার্থীর।
এদিকে, ১৯৯৭ সালে পৌরসভাটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই মেয়র পদ আওয়ামী লীগের দখলে রয়েছে। বর্তমানে এটি প্রথম শ্রেণির পৌরসভা।এই পৌরসভা মোট ভোটার রয়েছেন ১৫ হাজার ৯৮৭ জন। এ দিকে ভোটারগন তারা তাদের নিজেদের পছন্দের ব্যাক্তিগন কে ভোট দিতে পেরে তারাও খুশিতে আত্তহারা