ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ১০:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

‘আলোর প্রত্যাশায় শিক্ষালয় গড়েছে সুহৃদ’ অভিভাবক সমাবেশে বক্তারা-

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 16, 2021 - 5:20 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 81 বার

মুরাদ খান, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ‘চল জ্ঞানের আলোয়’-এই স্লোগানকে সামনে রেখে কালীকচ্ছের ধর্মতীর্থ এলাকায় ‘উত্তর কালীকচ্ছ মডেল স্কুল এন্ড কলেজ’ প্রতিষ্ঠা করেছে সুহৃদ নামের সংগঠনটি। ২০২০ খ্রিষ্টাব্দে স্থাপিত এ প্রতিষ্ঠানটির যাত্রা শুরূ হয়েছে ২০২১ খ্রিষ্টাব্দের ১ জানুয়ারি থেকে। শুরূতেই প্রাথমিক ও নিন্মমাধ্যমিক শ্রেণিতে ভর্তি হয়েছে ৩ শতাধিক শিক্ষার্থী।

সেখানকার ৩-৪ গ্রামের মানুষের মনে আশার আলো জাগিয়েছে বিদ্যালয়টি শনিবার সকালে সেখানে অনুষ্ঠিত হয়েছে অভিভাবক সমাবেশ। বাবাদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক মায়েরা উপস্থিত হয়েছেন সেই সভায়। শিক্ষিকা সাজিনা ইসলাম রিপার সঞ্চালনায় ও শিক্ষার্থী সজীব মিয়ার কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন সুহৃদের সভাপতি মো. আমীর আলী। বক্তব্য রাখেন-সুহৃদ’র সাধারণ সম্পাদক মো. জাকির হোসাইন, প্রধান শিক্ষক মো. বিলাত খাঁ, বিদ্যালয়ের অভিভাবক ও সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান, সাধারণ সম্পাদক ও সরাইল মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদ মাহবুব খান, সুহৃদ’র সিনিয়র সহসভাপতি মো. বাবুল খান, ইউপি সদস্য মো. বশির উল্লাহ, সাবেক মহিলা মেম্বার জায়েদা বেগম, শিক্ষক মো. জামাল মিয়া, কামরুল ইসলাম, ফারজানা আক্তার, অভিভাবক মিসেস পলি আক্তার, মো. ফাইজুল ইসলাম ও মিসেস জোসনা বেগম।

বক্তারা বলেন, অজপাড়া গাঁয়ের অত্যন্ত মনোরম পরিবেশে আলোর প্রত্যাশায় এ শিক্ষালয় গড়েছেন সুহৃদ। ওই এলাকার ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত করে দেশ ও জাতির জন্য সম্পদে পরিণত করাই প্রতিষ্ঠাতাদের উদ্যেশ্য।

এ উদ্যেশ্য বাস্তবায়ন ও সুহৃদ-এর স্বপ্ন পূরণে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষানুরাগী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকবৃন্দ অভিভাবকদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ খুবই প্রয়োজন। সকলের দায়িত্বশীল ভূমিকা এ প্রতিষ্ঠানটিকে একদিন মডেল শিক্ষালয়ে পরিণত করবে। আর ইতিহাসের পাতায় স্থান করে নিবেন প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকিা ও প্রথম ভর্তিকৃত শিক্ষার্থীরা।