ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ১২:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রংপুর মেট্রোপলিটন ডিবি কর্তৃক একটি মোটর সাইকেল ও ফেন্সিডিল উদ্ধার!

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 16, 2020 - 12:55 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 119 বার

রেখা মনি, নিজস্ব প্রতিবেদক : রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা শাখার ঝটিকা অভিযানে ২০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল ও একটি মটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ। এসময় হাতেনাতে একজন কে আটক করে গোয়েন্দার চৌকসদল। আটককৃত ব্যক্তির নাম মোঃ মনোয়ার হোসেন(২৩)। মনোয়ার পিতা,সাং-, থানা-হাকিমপুর, জেলা- দিনাজপুর জেলার হাকিমপুর থানার বোয়ালদা ইউপির ৬নং ওয়ার্ডের মোল্লাবাজার এলাকার মোঃ রহমত আলী ছেলে। সে দীর্ঘদিন যাবত এ ব্যবসা করে আসছিলো।

রংপুর মেট্রোপলিটন মিডিয়া এন্ড সেল এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রংপুর মেট্রোপলিটন মিডিয়া সেল আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ এর অতিঃ উপ-পলিশ কমিশনার(ডিবি) উত্তম প্রসাদ পাঠক এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক এবিএম ফিরোজ ওয়াহিদ, এসআই(নিঃ)/মোঃ নাজমুল ইসলাম এসআই নিঃ মোঃ বাবুল ইসলাম, এএসআই মোঃ আলতাফ হোসেন এবং সঙ্গীয় ফোর্সসহ আরপিএমপি কোতয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উক্ত থানাধীন ২৩ নং ওয়াড়ডস্থ হনুমান তলা- চিকলি রোড ব্রিজের প্রবেশ পথে চলাচলের পাকা রাস্তার উপর হইতে গ্রেফতারকৃত আসামী মোঃ মনোয়ার হোসেন(২৩) এর হেফাজত হতে নেশা জাতীয় মাদকদ্রব্য ২০ বোতল ফেন্সিডিল ও একটি পুরাতন পালসার ১৫০ সিসি মোটর সাইকেলসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আরপিএমপি, কোতয়ালী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।