ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

পতেঙ্গায় কাউন্সিলর প্রার্থী ফরিদুল আলমের গণসংযোগ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, January 17, 2021 - 1:50 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 211 বার

মোঃ শহিদুল ইসলাম (শহিদ), সিনিয়র স্টাফ রিপোর্টার চট্টগ্রাম:- চসিক নির্বাচনে,পরিবর্তনের প্রত্যয়ে কাজ করার অঙ্গীকারে ৪০নং উত্তর পতেঙ্গা ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচন করছেন স্বস্তরের জনগনের মনোনীত প্রার্থী মোঃ ফরিদুল আলম্ । তিনি গত ১৫জানুয়ারী শুক্রবার বিকেলে ওয়ার্ডের বিভিন্ন স্পটে–গণসংযোগ ও পথসভা করেছেন।স্টীলমিল বাজার,কাটগড়-মুসলিমাবাদ,ধুমপাড়াস্থ অলি-গলিতে,বাসাবাড়ী সহ গুরুত্ব পূর্ন্যস্থানে গণসংযোগ ও পথসভা অব্যাহেত রাখেন।

শুক্রবার বিকেলে কেইপিজেডস্থ (ষ্টীল মিল বাজার)এলাকায় পথ সভায় কাউন্সিলর প্রার্থী মোঃ ফরিদুল আলম্ বলেন,আগামী দিনের দেশ-সমাজ উন্নয়ন অংশীদার ও ভবিষ্যত প্রজম্মের নিরাপদ সমাজ বির্নিমানে অবদান রাখতে পরিবর্তনের প্রত্যয়ে কাজ করার অঙ্গীকারে স্বস্তরের জনগনের মনোনয়নে কাউন্সিলর পদে নির্বাচন করছেন ।

গণসংযোগ ওপথ সভায় আরো বক্তব্য রাখেন মোঃ আজাদ হোসেন, মোঃ মনজুর , মোঃ জাসেদ,মোঃ টিটু,মোঃ বেলাল, সাইদ,শওকত,কামাল, রাসেদ,নারী নেত্রী নিপা আক্তার পুষ্প, ইসরাত জাহান,কলি আক্তার, জেসমিন আক্তার সহ নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ১৭জানুয়ারী রোববার সকাল থেকে কাটগড় মুসলিমাবাদ,জেলে পাড়া,চরপাড়া, বেড়ীবাধঁ এলাকায় দিনব্যাপি গন সংযোগ করবেন বলে তার নির্বাচনী এজেন্ট জানিয়েছেন্।