যশোরে স্বর্ণের বারসহ পাচারকারী আটক
সোহেল রানা,যশোর প্রতিনিধিঃযশোরের বেনাপোল থেকে (দুই কেজি ওজনের ২৪পিস) স্বর্ণেরবারসহ বাকি বিল্লাহ (২৬) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী চেকপোষ্টে একটি লোকাল বাস তল্লাশিকালে তাকে আটক করা হয়।আটক বাকি বিল্লাহ বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের আব্দুল ওহাবের ছেলে।
যশোর ৪৯বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমড়াখালী চেকপোষ্টের সামনে একটি লোকাল বাসে তল্লাশি করে সন্ধেহভাজন বাকি বিল্লাহকে আটক করা হয়।পরে তাকে গাড়ী থেকে নামিয়ে তল্লাশি করে তার প্যান্টের ভেতরে কোমরে অভিনব কায়দায় লুকানো ২৪পিস বিভিন্ন আকারের দুই কেজি ওজনের স্বর্ণেরবার পাওয়া যায়।
আটককৃত স্বর্ণের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৩৯ লক্ষ ৮০ হাজার টাকা। আটককৃতর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।