মহান বিজয় দিবস উপলক্ষে পিরোজপুরে ৬০০ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা
পিরোজপুর : পিরোজপুরের মঠবাড়িয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে ৬০০ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে মুক্তিযোদ্ধা মঞ্চে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার ১১ ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা, শহীদদের পরিবার, রাজনৈতিক ব্যক্তিরা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সংবর্ধিত মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে লাল-সবুজ উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। এ ছাড়া বীর মুক্তিযোদ্ধাদের উপহারসামগ্রী প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আকাশ কুণ্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ, পৌরসভার মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া আকন, বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক খান, বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, আওয়ামী লীগ নেতা আরিফ-উল হক প্রমুখ।
সূত্র : কালের কণ্ঠ