ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১২:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কুড়িগ্রামে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 16, 2020 - 2:08 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 78 বার

আরিফুল ইসলাম জয়, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যদিয়ে কুড়িগ্রামে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে।ভোরে ৩১ বার তোপদ্ধনীর মাধ্যেমে সকাল সোয়া ৬টায় দিবসের সূচনা করা হয়। শহরের কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয় স্তম্বে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, গ্রীন ভয়েস ,রেডক্রিসেন্ট,প্রচ্ছদ মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠন। করোনার কারণে এবার স্টেডিয়ামে বিজয় দিবসের কুচকাওয়াজ ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়নি ।

তবে জেলা প্রশাসনের উদ্যোগে ভার্চুয়াল আলোচনা সভা,সার্কিট হাউজে মুক্তিযোদ্ধাদের সম্মাননা আয়োজন করা হয় । এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের । এরমধ্যে পাঁছগাছি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদে সকালে মিলাদ মাহফিল হয় শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে ,পাশাপাশি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে আয়োজন করা হয়েছে দিনব্যাপী নানা দেশীয় খেলার ।

এসময় খেলার উদ্বোধন করেন ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ ফজলুল হক, ছিলেন,স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সেক্রেটারি মোর্শেদ আলম । এছাড়াও পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস থেকে বিনামূল্যে মাস্ক বিতরন, রেডক্রিসেন্ট থেকে আলোচনা সভা, প্রচ্ছদ সাংস্কৃতিক সংগঠন থেকে ঘরোয়া সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং জেলার মন্দির, মসজিদসহ ধর্মীয় উপাসনালয় গুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে ।