ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

করোনা ভ্যাকসিন পাওয়া গেলে এপ্রিলে প্রিমিয়ার লিগ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 20, 2021 - 8:48 pm
  • পঠিত হয়েছে: 156 বার

নবোদয় প্রতিবেদক : মহামারি করোনার ভয়াল থাবা ও প্রাণ সংহারি রুপের ভেতরেও অক্টোবরে প্রেসিডেন্টস কাপ আর নভেম্বর-ডিসেম্বরে বঙ্গবন্ধু টি-ওয়ানডে আসর হলো এই শেরে বাংলায়। বাকি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটেও ফিরল বাংলাদেশ।

আজ ২০ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারানোর মধ্য দিয়ে শুরু হলো তামিম বাহিনীর নতুন যাত্রা। এখন দেশের ক্রিকেট অনুরাগীদের কৌতুহলি প্রশ্ন একটাই-সবই তো হলো, হচ্ছে। প্রিমিয়ার লিগ হবে কবে?

আজ বুধবার সন্ধ্যায় বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ শেষে সাংবাদিকদের সাথে আলাপে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, যদি ফেব্রুয়ারির মধ্যে ক্রিকেটারদের ভ্যাকসিন দেয়া সম্ভব হয়, তাহলে এপ্রিলে প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর সম্ভাবনা থাকবে।

প্রশ্ন ছিল- পররাষ্ট্রমন্ত্রী আবুল কালাম আব্দুল মোমেন বলেছেন, আগামীকাল ২১ জানুয়ারি ৩৫ লাখ ভ্যাকসিন আসবে ভারত থেকে। ২০ লাখ ভারত সরকারের উপহার আর ১৫ লাখ হলো বাংলাদেশ যে ভ্যাকসিন নেবে, তার একটি কিস্তি। সেখান থেকে কি ক্রিকেটারদের ভ্যাকসিন দেয়ার কোনো পরিকল্পনা আছে?

জবাবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘প্রথম কথা হচ্ছে, কাল ৩৫ লাখ ভ্যাকসিন আসছে বলে আমার জানা নেই। আমি জানি ভারত সরকারের কাছ থেকে ২০ লাখ আসবে, সেটা হচ্ছে ভারত সরকারের ডোনেশন। আর যেটা সরকার কিনছে, ওটা ৫০ লাখ আমার জানা মতে। এটা ২৫ জানুয়ারি আসবে। আমরা এতটুকু জানি, সরকারের যে ৫০ লাখ ওখান থেকে ক্রিকেটারদের জন্য তো আছেই, সঙ্গে প্রাইভেট আমরা আনব।’

বিসিবি প্রধান আরো বলেন, ‘আমাদের প্রাইভেট ভ্যাকসিনগুলো ফেব্রুয়ারির মাঝামাঝি আসবে। তখন আসলে অবশ্য আমাদের প্রথম অগ্রাধিকার ক্রিকেটে। যারা আছে, তারা অবশ্যই পাবে। এখন যদি দেখি সরকার তার আগে আনে, আমি শুনেছি সরকারের একটা পরিকল্পনা আছে। যদি আনে, ক্রিকেট প্লেয়ারদের না পাওয়ার কোনো কারণ নেই। এখন ওনারা কবে শিডিউলিং করেছেন, এটা আমি জানি না। প্রাইভেটে যদি আসে, আমার ধারণা অগ্রাধিকার পাবে ক্রিকেটাররা।’