ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৫:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন চিত্রগ্রাহক রাহাত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 20, 2021 - 8:58 pm
  • পঠিত হয়েছে: 224 বার

নবোদয় প্রতিবেদক : সিরাজগঞ্জের নিজ গ্রামের বাড়ি থেকে ভোরে মোটরসাইকেলযোগে ঢাকা ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে ইন্তেকাল করেন তরুণ চিত্রগ্রাহক অনিমেষ রাহাত। তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল।

তিনি গণমাধ্যমে বলেন, ‌‘সকালে আমার বন্ধু আজাদ ফোন দিয়ে তথ্যটি দিলেন। গত ৯ আর ১০ তারিখ এফডিসিতে ৯ নাম্বার ফ্লোরে অক্লান্ত পরিশ্রম করে ‘গাংচিল’-এর শুটিং করলো ছেলেটা। এমনকি আমাদের সঙ্গে নোয়াখালীতেও গিয়েছিল। খুবই খারাপ লাগছে বিষয়টি শুনে!’

অনিমেষ রাহাত কলকাতায় এস কে মুভিজে ক্যামেরা সহকারী হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। দেশে ফিরে তিনি প্রধান চিত্রগ্রাহক হিসেবে কাজ শুরু করেন। মূলত স্টেডিক্যাম নিয়ে কাজ করতেন তিনি। বেশ কিছু চলচ্চিত্রে তিনি স্টেডিক্যাম চালিয়েছেন দক্ষতার সঙ্গে। সে তালিকায় রয়েছে ‘ডুব’, ‘গাঙচিল’, ‘নবাবা এলএলবি’, ‘মুক্তি’র মতো সিনেমা।