মহান বিজয় দিবসে বিএনপির প্রতিষ্ঠাতার সমাধিতে বিএনপির শ্রদ্ধা
ঢাকা : মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন দলটির নেতাকর্মীরা। আজ বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে রাজধানীর শেরেবাংলানগরে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা। শ্রদ্ধা নিবেদন শেষে দলীয় নেতাকর্মীরা সেখানে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মাহবুব উদ্দিন খোকন, প্রচার সম্পাদক শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি, ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হকসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, মহিলা দল, তাঁতি দল, মৎস্যজীবী দলের কয়েক হাজার নেতাকর্মী।
এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে ভোরে রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল ৯টায় জাতীয় স্মৃতিসৌধে বিএনপি মহাসচিবের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলীয় নেতাকর্মীরা।