কমলার মা কন্যার পরম সাফল্য দেখে যেতে পারেননি
মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধি ঃ ভারতীয় অভিবাসী নারী শ্যামলা গোপালন। তার দুই কন্যা কমলা আর মায়া। বিবাহবিচ্ছেদের পর কঠিন সংগ্রামের মধ্য দিয়ে সন্তানদের সামলাতে হয়েছে তাকে।
বড় কন্যা কমলা আজ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় ক্ষমতার মসনদে – ভাইস প্রেসিডেন্ট। কিন্তু কমলার এই পরম সাফল্য দেখে যেতে পারেননি মা শ্যামলা। কী অসীম ত্যাগ ছিল এর পেছনে তার, যা প্রত্যেক অভিবাসী সন্তানকে আশা জোগাবে চিরকাল।
কমলা চেন্নাইয়ে জন্মেছিলেন। নিজেদের সংস্কৃতি এবং পরিচয়ের যোগ রাখতে কমলা ও তার বোন মায়ার সংস্কৃত নাম রেখেছিলেন তাদের মা, যিনি ক্যানসার নিয়ে গবেষণা করতেন। ২০০৯ সালে তার মৃত্যু হয়।
কমলার বাবা ডোনাল্ড হ্যারিস জ্যামাইকান। তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।