ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:৪৯ অপরাহ্ন

“সময়ের ছড়া”

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, January 22, 2021 - 10:31 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 178 বার

         বিপ্লব গোস্বামী

বারো মাসে এক বছর, আর
ছয় ঋতুতে এক বছর হয়‌।
৩৬৫ দিনের সমষ্টিকে
সংক্ষেপে এক বছর কয়‌।

দুই মাসে এক ঋতু,আর
দুই পক্ষে এক মাস হয়।
৩০ দিনের সমষ্টিকে
সংক্ষেপে  এক মাস কয়।

দুই সপ্তাহে এক পক্ষ,আর
দুই পক্ষ এক মাস হয়।
৭ দিনের সমষ্টিকে
সংক্ষেপে এক সপ্তাহ কয়।

এক দিনে বারো ঘন্টা,আর
চব্বিশ ঘন্টায় দিন রাত হয়।
৬০ মিনিটের সমষ্টিকে
সংক্ষেপে এক ঘন্টা কয়।