ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহ মেডিকেল কলেজে বিজয় দিবসে আলোচনায় প্রধান অতিথি ডাঃ এম এ আজিজ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 16, 2020 - 6:54 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 137 বার

আরিফ রববানী ময়মনসিংহ : ময়মনসিংহ মেডিকেল কলেজের আয়োজনে মহান বিজয় দিবস ২০২০ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।১৬ ই ডিসেম্বর সকাল ১১টায় ময়মনসিংহ মেডিকেল কলেজের ২নং গ্যালারীতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডাঃ এম এ আজিজ। এর আগে তিনি মেডিকেল কলেজ প্রাঙ্গনে শহীদ মিনার ও বঙ্গবন্ধুর ভাষ্কর্য নির্মানের ভিত্তি প্রস্তর স্হাপনের উদ্ভোধন করেন।

প্রধান অতিথিরর বক্তব্যে অধ্যাপক ডাঃ এম এ আজিজ বলেন বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইতিহাসের এই হাজার বছরের শ্রেষ্ট বাঙালী ১৯৪৭ থেকে ১৯৫২ এর ভাষা আন্দোলন ১৯৬৬-১৯৬৯ এর সকল আন্দোলনে বাঙালী জাতিকে মুক্তির উৎসাহ জুগিয়েছিলেন। পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈশম্য প্রতিরোধে পূর্ব বাংলার মানুষের অধিকার আদায়ে বলিষ্ট রেখেছেন যার ফলশ্রুতিতে ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষনের মধ্য দিয়ে ইতিহাস গড়েছেন।

৭১ এর মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ডাকে বাংলার মানুষ মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেছিল, দেশের ছাত্র,শিক্ষক,বুদ্ধিজীবি সহ মুক্তিকামী জনতা যার ফলে আজ বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট হয়েছে,তিনি স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এই বিজয় দিবসে জননেত্রী শেখ হাসিনা সরকারের নানা সফলতা অর্জনের কথা উল্লেখ করেন,বলেন দেশের স্বাস্থ্য শিক্ষা, যোগাযোগব্যবস্থা কৃষি খাতে উন্নয়ন,পদ্মাসেতুর মত একটি বড় সফলতা যা আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা র জন্য সম্ভব হয়েছে। তিনি কোভিড-১৯ এর কথা বলেন বাংলাদেশ চিকিৎসা সেবায় সর্বোচ্চ সফলতা দেখিয়েছে, করোনাকালে বিশ্বের অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশে র মানুষ সরকারের সহযোগীতায় ও চিকিৎসকদের সেবা প্রদানের মাধ্যমে স্বাস্থ্যঝুকির হাত থেকে রক্ষা পাচ্ছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ চিত্তরঞ্জন দেবনাথের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল করিম, ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ মির্জা হামিদুল হক,স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএমএ র সাধারন সম্পাদক ডাঃ এইচ এ গোলন্দাজ তারা,ডাঃ আব্দুল হান্নান মিয়া, অসীম কুমার নন্দী,সাবেক উপাধক্ষ একেএম আবুল হোসেন সহ উপস্হিত আলোচক বৃন্দ, পরে বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি হয়।