শ্রীমঙ্গল সরকারি সমাজকল্যাণ সংস্থায় পালন করা হয়নি মহান বিজয় দিবস
- মোঃইমরান হোসেন স্টাফ রিপোর্টার ঃ
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল পৌরসভার পাশ দিয়ে বয়ে গেছে আমাদের শ্রীমঙ্গল টু ভানুগাছ পৌরসভা প্রাণকেন্দ্র ভানুগাছ রোডে অবস্থিত সরকারি নিবন্ধনকৃত শ্রীমঙ্গল সমাজকল্যাণ সংস্থাটি যাহার (নিবন্ধন নং:১২৬/৯৪) আজ মহান বিজয় দিবসের দিনেও তারা কোন কর্মসূচি পালন করে নাই। এমনকি জাতীয় পাতাকাও উড়ানো হয়নি। তাদের কার্যালয়টি যেন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে ।
দীর্ঘদিন থেকেই কার্যক্রম বিহীন এই সংগঠনটি নামমাত্র পরিচালিত হয়ে আসছে। এসব প্রতিষ্ঠানের কাজ কি ? নিবন্ধন থাকার পরেও কার্যক্রম কেন স্থগিত কেন? নামমাত্র পকেট কমিটি দিয়ে চালিয়ে যাচ্ছে কিছু স্বার্থান্বেষী মহল।এবিষয়ে ১৬ ডিসেম্বর ২০২০ ইং দুপুরে সংস্থাটির বর্তমান সভাপতি এম এ আলী’র কাছে জানতে চাইলে তিনি প্রতিবেদককে পাল্টা প্রশ্ন করেন, পতকা তোলা হয়নি? এরপর বলেন আমি অনেক দিন থেকে অসুস্থ তবে এখনই খবর নিচ্ছি।
শ্রীমঙ্গল সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা সোয়েব চৌধুরী কাছে জানতে চাইলে তিনি দুঃখপ্রকাশ করে বলেন, আমি বিষয়টি তদন্ত করে দেখছি, পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা ক্রমে সংস্থাটির প্রতি যথাযথ ব্যবস্থা গ্রহণ করে হবে।স্থানীয় যুবকেরা চরম ক্ষোভ প্রকাশ করে বলে এই সংস্থাটির কোন কার্যক্রম নেই, শুধুমাত্র নামমাত্র কাগজে কলমেই এর অবস্থান, বাস্তবে কিছুই নেই। সরকারের জাতীয় দিবসগুলোও পালন করেনা।