ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১২:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভোলার লালমোহনে হাত বাধা অবস্থায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 16, 2020 - 8:14 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 156 বার

মোঃ ছিদ্দিক ভোলা প্রতিনিধি ঃভোলা লালমোহন উপজেলার পৌর ৪নং ওয়ার্ডের নয়ানী গ্রামের একটি নির্জন হোগলা পাতার বাগান থেকে হাত বাঁধা অবস্থায় আল আমিন নামে ২৬ বছরের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে লালমোহন থানা পুলিশ।

বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে এ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। লালমোহন থানা ওসি মোঃ মাকসুদুর রহমান মুরাদ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আল আমিনের হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে আল আমিনকে দুর্বৃত্তরা হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। তিনি আরও জানান, পুলিশ ঘটনার ক্লু উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। লালমোহন সার্কেলের সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান, উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন ও ওয়ার্ড কাউন্সিলর রায়হান মাসুম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এসময় আলামিনের মাথা শাহানূর ও পালিত পিতা মোস্তফা কান্নায় ভেঙ্গে পড়েন।