রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির বিজয় দিবস উদযাপন
লিয়াকত রাজশাহী ব্যুরো: রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি নানা আয়োজেন বুধবার মহান বিজয় দিবস পালন করে। সকাল রাজশাহী জেলা প্রশাসন চত্বরে শহীদ মিনারে পুস্পস্তক অর্পনের মধ্যে দিয়ে দিনের কার্যক্রম শুরু করেন তারা। এরপর সরকারী স্বাস্থ্যবিধি মেনে একাডেমি ভবনে একক সংগীত, কবিতা আবৃতি, রচনা ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয় দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিজয় দিবসের তাৎপর্য নিয়ে ভার্চুয়াল আলোচনায় অংশগ্রহন করেন অত্র একাডেমির উপপরিচালক অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কামরুজ্জামান।
আরো অংশ গ্রহন করেন একাডেমির নির্বাহী পরিষদের সদস্য যোগেন্দ্রনাথ সরেন, চিত্তরঞ্জন সরদার ও সুসেন কুমার শ্যামদুয়ার, বীর মুক্তিযোদ্ধা মানসিন হঁাসদা, একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু, সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন ও কবীর আহম্মেদ বিন্দু। এছাড়াও পুস্পস্তবকের সময় আরো উপস্থিত ছিলেন একাডেমির নাটক প্রশিক্ষক লুবনা রশিদ কবিতা ও গবেষনা সহকারী মোহাম্মদ শাহজাহানসহ একাডেমির অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।