ফুলবাড়ীতে শিক্ষার মান উন্নায়নে দিনব্যাপী প্রক্ষিণ কর্মশালা অনুষ্ঠিত
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে মাধ্যমিক শিক্ষার মান উন্নায়নে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত সুজাপুর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোডের সেকেন্ডারি এডুকেশন ডেভেল্পোমেন্ট প্রগ্রামের, পারফরমেন্স বেজড গ্রান্টস সেকেন্ডারি ইনস্টিটিউট প্রকল্পের আওতায় এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষন কর্মশালা উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।
কর্মশালায় উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,। এতে বক্তব্য রাখেন, ম্যধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান উপাধক্ষ্য শাহ মোঃ আব্দুল কুদ্দুস, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান এনামুল হক, ইউপি চেয়ারম্যান মানিক রতন,চকসাহাবাজপুর নিস্ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল প্রমুখ।
কর্মশালায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিগণ অংশগ্রহন করেন।