ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৮:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীতে মাদক বিরোধী সচেতনতা মূলক সেমিনার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, June 3, 2023 - 9:55 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 116 বার

মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে মাদকাসক্তি চিকিৎসা সহায়াতা ও পূর্বাসন কেন্দ্র তওবা এর আয়োজনে অবহিতকরন সভা ও মাদক বিরোধী সচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
“নেশাকে না বলুন ,সুস্থ সুন্দর জীবন গড়–ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৩ মে) সকাল ১১টায় পৌর শহরের গোলাম মোস্তোফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয় সভা কক্ষে এই সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রভাষক হারুন উর-রশিদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। এতে সভাপতিত্ব করেন মাদকাসক্তি চিকিৎসা সহায়াতা ও পূর্বাসন কেন্দ্র তওবা এর চেয়ারম্যান ইমদাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ¦ মাহমুদ আলম লিটন।

প্রধান আলোচক হিসেবে মাদকের কুফল সম্পর্কে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইন্টার ন্যাশনাল সার্টিফাইট এডিকশন প্রফেশনাল ট্রেইনার ইকবাল হোসাইন।

এছাড়াও বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন,বিশিষ্ট্র ব্যবসায়ী রাজু কুমার গুপ্তা,ভারপ্রাপ্ত (ওসি) থানা পরিদর্শক শফিকুল ইসলাম প্রমুখ।