ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ২:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীতে লিসা ওয়ান থাউজেন্ট ডেইস লাইফ হসপিটাল উদ্বোধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, June 11, 2023 - 7:50 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 62 বার

মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে লিসা ওয়ান থাউজেন্ট ডেইস লাইফ হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার উদ্বোধন করা হয়েছে।
রোববার (১১জুন)বিকেল সাড়ে ৩টায় উপজেলার
শিবনগর ইউনিয়নের রাজারাপুর গ্রামে এই হসপিটাল উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিসা ওয়ান থাউজেন্ট ডেইস লাইফ হসপিটাল এর ব্যাবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্ম্মেদ পলক এমপি।

রেজওয়ানা কবির সারা এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিক্টর সোভেনসেন।
সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড (পিজিসিএল) ব্যাবস্থাপনা পরিচালক প্রকৌশলী গোলাম কিবরিয়া চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ফারজানা রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ ওয়াসিকুল ইসলাম, ওয়ান থাউজেন্ট ডেইস লাইফ হসপিটাল এর পরিচালক আব্দুস সামাদ চৌধুরী।