ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৯:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কাপ্তাইয়ে অবৈধ ইটভাটায় অভিযানে জরিমানা এবং বন্ধের নোটিশ জারী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, June 21, 2023 - 2:58 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 909 বার

অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:- মহামান্য হাইকোর্টের নির্দেশ অমান্য করে কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের ভালুকিয়া এলাকায় গড়ে ওঠা অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২১ জুন) বিকাল ৪টায় কাপ্তাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মারজান হোসাইন এর নেতৃত্বে অভিযান চালিয়ে ইটভাটাটিকে জরিমানা করা হয়। এছাড়া অবৈধ ইটভাটাটি বন্ধের নোটিশও জারি করা হয়েছে।

এসময় অভিযানে নেতৃত্ব দেওয়া কাপ্তাই এসিল্যান্ড মারজান হোসাইন জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশ অমান্য করায় সংশ্লিষ্ট ইটভাটা কতৃপক্ষকে ইটপ্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৪ ধারা লঙ্গনের অপরাধে এই জরিমানা করা হয়েছে। এছাড়া অবৈধ ইটভাটাটি বন্ধে নোটিশ জারী করা হয়েছে।

অভিযান পরিচালনাকালে চন্দ্রঘোনা থানার পুলিশ সদস্যরা সহ স্থানীয় জনপ্রতিনিধিরা ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করে।