পীরগঞ্জে প্রেমিকের সাথে দেখা করতে এসে ৫ বন্ধুর গণধর্ষণের শিকার এক নারী
রংপুর সংবাদদাতাঃরংপুরের পীরগঞ্জে গণধর্ষণের শিকার হয়েছে এক নারী এ ঘটনায় এখন পর্যন্ত মামলা নেয়নি পুলিশ । গতকাল সোমবার দিবাগত রাতে পীরগঞ্জের ধর্মদাসপুর গ্রামের একটি গাছের বাগানে রাতভর আটকে রেখে ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে ৫ বন্ধু । ধর্ষণের শিকার তাহমিনা ( ছদ্মনাম) এর বাড়ী গাইবান্ধার তুলশী ঘাট এলাকায় সে জানায়, পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের ধর্মদাসপুর গ্রামের ছামছুল ইসলামের ছেলে ছালেক মিয়ার সাথে মোবাইল ফোনের সুবাদে পূর্ব পরিচয় । এরপর ছালেক মিয়ার সাথে আমার সু-সম্পর্ক হয়।
সেজন্য আমার সাথে দেখা করার জন্য খুব জেদ করে বসে তার কথাটি রক্ষার জন্য তার ডাকে সাড়া দিয়ে গতকাল সোমবার বিকেল ৬ টার দিকে ওই এলাকায় একাই চলে আসি এরপর ছালেক আমাকে তার নিকটাত্মীয়র বাড়ীতে বেড়াতে নেয়ার কথা বলে সন্ধ্যার পর তার গ্রামের পাশেই একটি গাছের বাগানে আমাকে একা পেয়ে সুযোগ বুঝে প্রথমে আমার গায়ে হাত দেয় পরে সে এক পর্যায়ে জোরপূর্বক মাটি শুয়াইয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে ধর্ষণ করে পরে একে একে তার আরও চার বন্ধুকে ফোনে ডেকে নেয় তারাও সারারাত ধরে আমাকে একে একে পালাক্রমে আমার উপরে অত্যাচার চালায় ।
তার আর চার বন্ধু হলেন রাকিব(২৩), রানা (২৫), এনামুল (২৫), সাইফুল ইসলাম (২৩) ।। শেষ রাতের দিকে আমার চেঁচামেচিতে আশপাশের স্থানীয় কিছু লোকজন আমাকে উদ্ধার করে পরে আমি থানায় আসি। তিনি আরও বলেন থানায় আমাকে একটি রুমে বসিয়ে বিভিন্ন কথা বলে এবং পুলিশ আমাকে বলে মামলা না করতে ।
ইচ্ছার বিরুদ্ধে এমন নেক্কারজনক কাজ করেছে তাদের শাস্তি চাই । এ নিয়ে কথা হয় বড় আলমপুর ইউনিয়ন বিট পুলিশের এসআই মাহবুব হোসেন তিনি বলেন ওই নারী এখন ভিকটিম সার্পোট সেন্টারে আছে এবং জিজ্ঞাসাবাদ শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী সকলের ।