হাটহাজারীতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ১।
সুমন পল্লব, হাটহাজারী, চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারীতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় পৌরসদর বাজার এর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও কনক কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী মোহাম্মদ আবুল কালাম আজাদ( কনক) এর দ্বিতীয় পুত্র হোসেন তারেক বাপ্পা কনক (২৭)নামের এক যুবক নিহত ও আহাদ নামের নিহতের মামাতো ভাই গুরুত্বর আহত হয়েছে।
শুক্রবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সত্তারঘাট এলাকার গড়দুয়ারা রাস্তার মাথায় এই দূর্ঘটনা ঘটে।
সুত্রে জানা যায়, পার্শ্ববর্তী উপজেলা রাউজানে বিয়ের অনুষ্ঠান শেষে রাতে নিজস্ব কার চালিয়ে বাড়ি ফেরার পথে সত্তারাঘাট এলাকার গড়দুয়ারা সড়ক মোড়ে থামানো অবস্থায় একটি বাসের সাথে ধাক্কা লেগে কারটি দুমড়ে মুচড়ে যায়। এতে বাপ্পার শরীরের বিভিন্ন অংশ থেকে প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলে সে মারা যায়। গাড়িতে থাকা তার খালাতো ভাই আহাদ গুরুত্বর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) আইসিউতে চিকিৎসাধীন রয়েছে বলে জানাগেছে। দূর্ঘটনা কবলিত কার গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।
খবর পেয়ে মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ও দুর্ঘটনা কবলিত গাড়ি থানা হেফাজতে নিয়ে আসে।