বাঘায় বাল্যবিয়ে প্রতিরোধে কিশোরীদের দুই বছর ব্যাপী জীবন দক্ষতা প্রশিক্ষন
সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী:রাজশাহীর বাঘা উপজেলায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে বাল্যবিয়ে মুক্ত সমাজ গড়তে ২০০ জন স্বপ্নসারথি দলের কিশোরীদের নিয়ে দুই বছর ব্যাপী জীবন দক্ষতা প্রশিক্ষন কার্যক্রমের শুভ সূচনা করা হয়েছে।
এ উপলক্ষে ২ আগষ্ট বুধবার সকাল ১১ ঘটিকায় বাজুবাঘা ইউনিয়নের বাজিতপুর স্বপ্নসারথি দলের ২৫ জন কিশোরী সদস্য নিয়ে বারখাদিয়া উচ্চ বিদ্যালয়ের সেমিনার কক্ষে প্রশিক্ষন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষন কার্যক্রম পরিচালনা করেন ব্র্যাক বাঘা সেলপ কর্মসূচির অফিসার মোঃ মোমিনুল ইসলাম। এ সময়ে রিসোর্স পারসোন হিসেবে বক্তব্য রাখেন বাঘা উপজেলা তথ্য সেবা কর্মকর্তা মোসাঃ নুসরাত জাহান।
এ সময় উপস্থিত ছিলেন বারখাদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা সুমি সাহা, এসডিপি অফিসার অভিষেক পাল।
প্রথম মাসে আমরা শক্তি আমরা বল পর্ব-১ এ আমরা এক দল, কাছের মানুষ খুঁজে বের করি, সবার সাথে সুসম্পর্ক গড়ি বিষয়ে মজার গেমসের মাধ্যমে কিশোরীদের জীবন দক্ষতা উন্নয়নে ধারনা প্রদান করা হয়। শেষে সকলের অংশগ্রহণে বাল্যবিয়ে প্রতিরোধে শপথ বাক্য পাঠ করা হয়।