ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহে সড়কে দুর্ঘটনায় নিহত-১ রাস্তা অবরোধ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, August 6, 2023 - 8:00 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 92 বার

ষ্টাফ রিপোর্টারঃঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ সদরের চুরখাই জামতলা নামক স্থানে দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় আঃ হামিদ(৫২)নামের একজন নিহত হয়েছে।নিহত আঃ হামিদ ময়মনসিংহ সদরের ১২নং ভাবখালী ইউনিয়নের চূড়খাই গ্রামের মরহুম আঃ লতিফ সরকারের পুত্র। অনেকেই জানান-ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে রাস্তার উপরে রাখা বালুুর স্তুপ আর বালুবাহী ট্রাক এই দুর্ঘটনার মুল কারণ।

সুত্র জানায়, ৬ই জুলাই রবিবার যোহর নামাজ আদায় শেষে রাস্তা পারি দিয়ে বাড়ি ফেরার পথে ময়মনসিংহ হতে ঢাকাগামী দ্রুত গতি সম্পন্ন প্রাইভেটকারের ধাক্কায় আঃ হামিদ গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তাহার মৃত্যু হয়।

এসময় প্রায় ঘন্টাব্যাপী স্থানীয় রাস্তায় অবরোধ করে রাখে রাখে স্থানীয় জনগণ। পরে সড়ক দুর্ঘটনার খবর শুনে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ দুর্ঘটনা স্থলে এসে রাস্তা অবরোধ কারী জনগণের সাথে ওসি শাহ কামাল আকন্দ ও স্থানীয় ইউপি সদস্য শেখ নয়ন মিয়া আলোচনা করে মহাসড়কে গাড়ি চলাচলের উপযুক্ত পরিবেশ তৈরি করেন।

ইউপি সদস্য শেখ নয়ন মিয়া জানান, গত কয়েক দিন আগে একই স্থানে নিহত আঃ হামিদের পুত্র সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পঙ্গুত্ব বরন করেন।এছাড়া প্রতিনিয়ত ঐস্থানে সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

তিনি আরো বলেন, উক্ত রাস্তা ভাঙা ও উচু নিচু হওয়ায় প্রায়ই এমন দূর্ঘটনা ঘটে থাকে। অনেকে এই রাস্তা নষ্টের জন্য অতিরিক্ত ভিজা বালুবাহী ট্রাক ও নিম্নমানের রাস্তার কাজকে দায়ী করেন। দূর্ঘটনার হাত থেকে জনগণকে রক্ষা করতে উক্ত রাস্তা দ্রুত সংস্কার করাসহ রাস্তার পাশে রাখা বালুবাহী ট্রাক ও বালুর স্তুপ অপসারণ করতে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন শেখ নয়ন মিয়া । স্থানীয়দের অভিযোগ রাস্তার পাশে রাখা বালুবাহী ট্রাক ও বালুর স্তুপ অপসারণে কয়েকদিন পরপর ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হলেও আবারও বালু আর ট্রাক রেখে রাস্তা অবৈধ দখলে রাখে কতিপয় বালু ব্যবসায়ীরা।