পটুয়াখালী জেলা কারাগারে এক হাজতির মৃত্যু
মু,হেলাল আহম্মেদ রিপন পটুয়াখালী:পটুয়াখালী জেলা কারাগারে মোসলোম আলী খলিফা(৬৬) নামের এক হাজতির কারাগারেই মৃত্যু হয়েছে।
গত ৭ আগষ্ট সোমবার সন্ধ্যা ৭ টার দিকে অসুস্থ অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপসতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।
পুলিশ ও জেলা কারাগার সুত্র জানা যায়,ঐ হাজতি ২২০৭/২৩ ইং মোসলেম আলী খলিফা (৬৬) নামের হাজতি কলাপাড়া উপজেলার সলিমপুর গ্রামের মৃত ছলেমান উদ্দিন খলিফার পুত্র ছিলেন।তিনি গত ৩রা জুলাই কলাপাড়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হতে দায়রা-৫০৭/২৩ জি.আর-৪৩৫/১৯ মামলা (কলাপাড়া),ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৪২৭/৩২৩/৩২৫/৩০২/৩৪/১০৯ দঃবিঃ মামলা মূলে পটুয়াখালী কারাগারে হাজতি হিসেবে আসেন। তিনি দীর্ঘদিন যাবৎ হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযারী ঔষধ সেবন করে আসছেন।
কারাগারে আসার পরেও কারা হাসপাতালের মাধ্যমে তার উক্ত রোগের চিকিৎসা ও ঔষধ চলমান ছিলো বলে জানা যায়।
আজ ৭ আগস্ট বিকেলে তিনি হঠাৎ অসুস্থ হলে তাৎক্ষণিক কারা কতৃপক্ষ তাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। তার অবস্থার উন্নতি না হওয়ায় তাৎক্ষণিক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে দৈনিক বরিশাল সমাচারকে জানান, মৃত হাজতির লাশ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। লাশ ময়না তদন্ত সাপেক্ষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ।
এ ক্ষেত্রে আমাদের যে আইনি প্রক্রিয়া রয়েছে তা সব কিছু পালন করা হবে বলে তিনি জানান গণমাধ্যমকে।