ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১০:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

তানোরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, August 8, 2023 - 6:48 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 104 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী: রাজশাহীর তানোর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।মঙ্গলবার ৮ই আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তানোর উপজেলা আওয়ামীলীগের গোল্লাপাড়াবাজারে দলীয় কার্যালয়ে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপনের সভাপতিত্বে ও তানোর উপজলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকারের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তানোর উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
এ সময় উপস্থিত ছিলেন বাঁধাইড় ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমান,

পাঁচন্দর ইউপি আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আঃমতিন, কামারগাঁ ইউপি আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি মিঞা,তানোর উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক আবুল বাসার সুজন,তানোর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক রামিল হাসান সুইট, তালন্দ ইউপি যুবলীগের সভাপতি মোখলেসুর রহমানসহ আওয়ামী ও অঙ্গসংগঠনের দুইশত নেতা কর্মী উপস্থিত ছিলেন।