ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ২:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

এফবিআইয়ের গুলিতে বাইডেনকে হত্যার হুমকিদাতা নিহত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, August 10, 2023 - 8:31 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 123 বার
এফবিআইয়ের গুলিতে বাইডেনকে হত্যার হুমকিদাতা নিহত-মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃমার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হত্যার হুমকিদাতা দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) অভিযানের সময় নিহত হয়েছেন। ওই ব্যক্তি বাইডেন ছাড়া আরও কয়েকজন কর্মকর্তাকে হত্যার হুমকি দিয়ে অনলাইনে বেশ কিছু পোস্ট করেছিলেন। স্থানীয় সময় বুধবার এফবিআইয়ের অভিযানের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। ওই ব্যক্তি উতাহ অঙ্গরাজ্যের বাসিন্দা। ওই অঙ্গরাজ্য বাইডেনের সফর করার কথা। তার সফরের কয়েক ঘণ্টা আগেই এ ঘটনা ঘটলো।ক্রেগ রবার্টসন নামের ওই ব্যক্তি বাইডেনকে ও অন্য কর্মকর্তাদের হত্যার হুমকি দেওয়ায় তার বাড়িতে গ্রেফতারি পরোয়ানা পাঠানোর চেষ্টা করেছিলেন এফবিআইয়ের এজেন্টরা।


নিহত ব্যক্তির নাম ক্রেইগ রবার্টসন। তিনি ফেসবুকে প্রেসিডেন্ট বাইডেন ও ম্যানহাটনের অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগকে হত্যার হুমকি দিয়েছিলেন। অ্যালভিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনা ফৌজধারী অভিযোগগুলোর পক্ষে লড়া কৌঁসুলিদের একজন। বিশেষ করে তিনি ট্রাম্পের বিরুদ্ধে আনা এক পর্নো তারকাকে দেওয়া ঘুষের অভিযোগের পক্ষে লড়ছেন।স্থানীয় সময় বুধবার সকাল সোয়া ছয়টায় সল্ট লেক সিটি থেকে ৪০ মাইল দক্ষিণে প্রোভো নামক স্থানে রবার্টসনের বাড়িতে এফবিআই ওই অভিযান চালিয়েছিল। এএফবিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তারা তাঁকে গ্রেপ্তার করতে গিয়েছিল। এর বাইরে এফবিআইয়ের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

মঙ্গলবার ফেসবুকে রবার্টসন হুমকির সঙ্গে অস্ত্রসহ স্নাইপারের ছদ্মবেশের ছবিও পোস্ট করেছিলেন। ওই পোস্টে বুধবার উটাহতে বাইডেনের সফরের কথা উল্লেখ করে তিনি লিখেন, তিনি বাইডেনকে এম২৪ স্নাইপার রাইফেল দিয়ে হত্যা করবেন। এর মধ্য দিয়ে উটাহ বিখ্যাত হয়ে উঠবে।রবার্টসনের বিরুদ্ধে আরও অভিযোগ, আরেক বার্তায় রবার্টসন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড ও নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিয়া জেমসের বিরুদ্ধেও হুমকির কথা প্রকাশ করেছিলেন। রবার্টসন তাঁর দুটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এমন অনেকগুলো সহিংসতামূলক বার্তা ও ছবি পোস্ট করেছিলেন।অভিযোগ অনুসারে, মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এবং নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমসকেও হুমকি দিয়েছেন রবার্টসন।

 

গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে বাইডেনকে হত্যার হুমকি দিয়ে তিনি লেখেন, শুনেছি বাইডেন নাকি উটাহতে আসছেন। আমার এম২৪ স্নাইপার রাইফেলটি পরিষ্কার করছি।

 

এফবিআই এজেন্টরা তখন রবার্টসনের সঙ্গে দেখা করেন। এজেন্টদের তিনি জানিয়েছিলেন, এসব পোস্ট তার ‘স্বপ্ন’। গ্রেফতার করতে চাইলে ওয়ারেন্ট নিয়ে আসতে হবে।

 

মঙ্গলবার আরেকটি পোস্টে রবার্টসন লেখেন, উটাহ সম্ভবত চলতি সপ্তাহে বিখ্যাত হয়ে উঠবে। কারণ একজন স্নাইপার মার্কসবাদী বাইডেনকে শেষ করে দেবে।

 

বাইডেন বৃহস্পতিবার প্রেসিডেন্ট হিসেবে প্রথম উটাহ সফর করবেন। একটি সামরিক হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি পার্ক সিটিতে তহবিল সংগ্রহের একটি আয়োজনে অংশ নেবেন তিনি।    IMG_1564.jpeg

On Thu, 10 Aug 2023, 10:28 am nasir md, <nasir_njusa@yahoo.com> wrote:
মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃমার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হত্যার হুমকিদাতা দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) অভিযানের সময় নিহত হয়েছেন। ওই ব্যক্তি বাইডেন ছাড়া আরও কয়েকজন কর্মকর্তাকে হত্যার হুমকি দিয়ে অনলাইনে বেশ কিছু পোস্ট করেছিলেন। স্থানীয় সময় বুধবার এফবিআইয়ের অভিযানের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। ওই ব্যক্তি উতাহ অঙ্গরাজ্যের বাসিন্দা। ওই অঙ্গরাজ্য বাইডেনের সফর করার কথা। তার সফরের কয়েক ঘণ্টা আগেই এ ঘটনা ঘটলো।ক্রেগ রবার্টসন নামের ওই ব্যক্তি বাইডেনকে ও অন্য কর্মকর্তাদের হত্যার হুমকি দেওয়ায় তার বাড়িতে গ্রেফতারি পরোয়ানা পাঠানোর চেষ্টা করেছিলেন এফবিআইয়ের এজেন্টরা।
 
নিহত ব্যক্তির নাম ক্রেইগ রবার্টসন। তিনি ফেসবুকে প্রেসিডেন্ট বাইডেন ও ম্যানহাটনের অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগকে হত্যার হুমকি দিয়েছিলেন। অ্যালভিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনা ফৌজধারী অভিযোগগুলোর পক্ষে লড়া কৌঁসুলিদের একজন। বিশেষ করে তিনি ট্রাম্পের বিরুদ্ধে আনা এক পর্নো তারকাকে দেওয়া ঘুষের অভিযোগের পক্ষে লড়ছেন।স্থানীয় সময় বুধবার সকাল সোয়া ছয়টায় সল্ট লেক সিটি থেকে ৪০ মাইল দক্ষিণে প্রোভো নামক স্থানে রবার্টসনের বাড়িতে এফবিআই ওই অভিযান চালিয়েছিল। এএফবিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তারা তাঁকে গ্রেপ্তার করতে গিয়েছিল। এর বাইরে এফবিআইয়ের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

মঙ্গলবার ফেসবুকে রবার্টসন হুমকির সঙ্গে অস্ত্রসহ স্নাইপারের ছদ্মবেশের ছবিও পোস্ট করেছিলেন। ওই পোস্টে বুধবার উটাহতে বাইডেনের সফরের কথা উল্লেখ করে তিনি লিখেন, তিনি বাইডেনকে এম২৪ স্নাইপার রাইফেল দিয়ে হত্যা করবেন। এর মধ্য দিয়ে উটাহ বিখ্যাত হয়ে উঠবে।রবার্টসনের বিরুদ্ধে আরও অভিযোগ, আরেক বার্তায় রবার্টসন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড ও নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিয়া জেমসের বিরুদ্ধেও হুমকির কথা প্রকাশ করেছিলেন। রবার্টসন তাঁর দুটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এমন অনেকগুলো সহিংসতামূলক বার্তা ও ছবি পোস্ট করেছিলেন।অভিযোগ অনুসারে, মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এবং নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমসকেও হুমকি দিয়েছেন রবার্টসন।

 

গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে বাইডেনকে হত্যার হুমকি দিয়ে তিনি লেখেন, শুনেছি বাইডেন নাকি উটাহতে আসছেন। আমার এম২৪ স্নাইপার রাইফেলটি পরিষ্কার করছি।

এফবিআই এজেন্টরা তখন রবার্টসনের সঙ্গে দেখা করেন। এজেন্টদের তিনি জানিয়েছিলেন, এসব পোস্ট তার ‘স্বপ্ন’। গ্রেফতার করতে চাইলে ওয়ারেন্ট নিয়ে আসতে হবে।

মঙ্গলবার আরেকটি পোস্টে রবার্টসন লেখেন, উটাহ সম্ভবত চলতি সপ্তাহে বিখ্যাত হয়ে উঠবে। কারণ একজন স্নাইপার মার্কসবাদী বাইডেনকে শেষ করে দেবে।

বাইডেন বৃহস্পতিবার প্রেসিডেন্ট হিসেবে প্রথম উটাহ সফর করবেন। একটি সামরিক হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি পার্ক সিটিতে তহবিল সংগ্রহের একটি আয়োজনে অংশ নেবেন তিনি।