বিএনপি আন্দোলন ১৮ কোটি মানুষের ভোট ও গনতান্ত্রীক অধিকার ফিরিয়ে দেয়া আন্দোলনর
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে বিএনপির সমাবেশে স্থায়ী কমিটির সদস্য আব্দু মঈন খান/ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি আন্দোলন করছে ক্ষমতায় যাওয়ার জন্য নয়, দেশের ১৮ কোটি মানুষের ভোট ও গনতান্ত্রীক অধিকার ফিরিয়ে দেয়ার জন্য। দেশের অর্থনীতিকে যারা ধংস করেছে তাদের আর ক্ষমতায় দেখতে চায় না জনগন। তিনি বলেন, আওয়ামী লীগ মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি করেছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। সরকার ভালো কাজ করেনি তাই সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায় বলেও উল্লেখ করেন তিনি। বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভুঁইগড় রঘুনাথপুর এলাকায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে এক দফা দাবিতে এ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদ ওবাইদুল কাদেরের সমালোচনা করে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, ওনি বিএনপিকে ৩৬ দিনের আলটিমেটাম দিয়েছে, আওয়ামী লীগকে ৩৬ ঘন্টার আলটিমেটাম দেয়া হলো পুলিশ র্যাব ছেড়ে আসেন বিএনপি খেলতে প্রস্তুত আছে। জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক গোলাম ফারুকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ, বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান, নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক আবু ইউসুফসহ স্থানীয় নেতৃবৃন্ধ। সমাবেশে ইশরাক হোসেন বলেন, নারায়ণগঞ্জে আওয়ামী লীগের অনেক কুখ্যাত রাজনৈতিক নেতা রাজনীতি করেন। তারা আমাদের নেতাকর্মীদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করেন। এবার পালানোর পথ পাবে না। আমাদের নেত্রীকে খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার সুযোগ না দিয়ে কারাবন্দী বন্দী করে রাখা হয়েছে। অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তির দাবি জানাচ্ছি। এর আগে সমাবেশের অংশ নিতে জেলা বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগদান করেন। এদিকে সমাবেশে নেতাককর্মীদের আগমনের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের নারায়ণগঞ্জমুখী অংশে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার তৈরী হয়।