খানসামায় একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ
মো.লায়ন ইসলাম খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জমিরউদ্দীন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় সংগীত, পরিচিতি পর্ব শেষে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
জমিরউদ্দীন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহরিয়ার জামান শাহ নিপুণ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান।
সহকারী অধ্যাপক গোলাম আজিজ মিঠুর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জরুল হক,সহকারী অধ্যাপক জীতেন্দ্রনাথ রায়, সিনিয়র প্রভাষক সামিউল ইসলাম নবাব, তপন কুমার চক্রবর্তী, মাহফুজ আলী শাহসহ অন্যান্য প্রভাষক, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ
এসময় বক্তারা বলেন, উপজেলার নারী শিক্ষার প্রসারে জমিরউদ্দীন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশ কে এগিয়ে নিতে শিক্ষক-শিক্ষার্থী সবাইকে এক হয়ে কাজ করতে হবে।