ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ১২:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

তারাকান্দায় সংবিধান দিবস উদযাপন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, November 4, 2023 - 2:21 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 73 বার

ষ্টাফ রিপোর্টারঃবঙ্গবন্ধুর ভাবনা সংবিধানের বর্ণনা’ এই প্রতিপাদ্য বাস্তবায়নে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় দ্বিতীয় বছরের মতো আজ উদযাপিত হয়েছে ‘জাতীয় সংবিধান দিবস’। গত বছর এই তারিখকে ‘ক’ শ্রেণির জাতীয় সংবিধান দিবস হিসেবে ঘোষণা করে প্রথমবারের মতো দিবসটি উদযাপন করা হয়েছিলো।

দিবসটি উদযাপনে বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি পালন করেছে তারাকান্দা উপজেলা প্রশাসন।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বেলা বারোটায় তারাকান্দা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট ফজলুল হক।

উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি, সমবায় কর্মকর্তা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মাত্র ছয় মাসে প্রণীত বাংলাদেশের সংবিধান দেশের মানুষের আশা-আকাংখার প্রতিফলনে একটি পূর্ণাঙ্গ শাসনতন্ত্র। সংবিধানকে সমুন্নত রেখে দেশ এগিয়ে যাচ্ছে উন্নয়ন ও সমৃদ্ধির পথে, প্রতিষ্ঠা পাচ্ছে সুশাসন।

তারা বলেন-সংবিধান দিবস হল একটি দেশের সংবিধানকে সম্মাননা জানানোর জন্য সরকারি ছুটির দিন। সংবিধান একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এটি লিখিত আবার কোন কোন দেশের ক্ষেত্রে অলিখিত দলিল।