ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৫:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ার ৫২০ জন কৃষক পেল বিনামূল্যে কৃষি বীজ ও সার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, November 7, 2023 - 1:48 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 62 বার

রাঙ্গুনিয়া প্রতিবেদক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ৫২০ জন কৃষকের মাঝে কৃষি বীজ ও সার বিতরণ করা হয়েছে। রবি/২০২৩-২৪ মৌসুমে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন মুগ, খেসারি উৎপাদনে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়। এই উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিতরণ কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠান মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুল মান্নান তালুকদার। শেষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আবাদ বাড়ানোর লক্ষে বীজ ও সার বিতরণ করা হয়।