নানা আয়োজনে রংপুরে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
মাহমুদুল হাসান ( রংপুর):আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পৃথক পৃথক কর্মসূচী পালন করেছে জেলা ও মহানগর যুবলীগ। শনিবার (১১ নভেম্বর) সকালে জেলা যুবলীগের নেতাকর্মীরা নগরীর বেতপট্টিস্থ দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে বঙ্গবন্ধু ম্যূরালে পুস্পার্ঘ অর্পন করেন।
এরপর দলীয় কার্যালয়ের সামনে জেলা যুবলীগের সভাপতি লহ্মীন চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, অ্যাড. আনোয়ারুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, জয়নাল আবেদীন, জেলা আওয়ামী লীগ নেতা রোজী রহমানসহ অন্যরা।
এ সময় বক্তব্য রাখেন, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরীর পায়তারা করছে। তারা দেশের উন্নয়ন-অগ্রগতিকে বাঁধাগ্রস্থ করছে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দেশের উন্নয়নকে এগিয়ে নিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এরপর প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও ফিতা কেটে দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়।