ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৫:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ঝালকাঠিতে নসিমনের ধাক্কায় পথচারী এক নারী নিহত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, November 15, 2023 - 3:19 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 72 বার

কঞ্জন কান্তি চক্রবর্তী, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে পিক-আপের ধাক্কায় লাকী বেগম (৪২) নামে  এক নারী নিহত হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার সমবায় এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফিরোজ কামাল।

নিহতের ছেলে মো: শামীম সিকদার জানায়, তার মা মঙ্গলবার সকালে উপজেলার বলাইবাড়ি এলাকায় তার বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি পায়ে হেটে যাচ্ছিল। পথিমধ্যে সমবায় এলাকায় একটি মাছবাহি নসিমন লাখিকে পিছন থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয় লোকজন অজ্ঞাত পরিচয়ের উদ্ধার করে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক লাখিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২ টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।

রাজাপুর থানা ওসি (তদন্ত) মোঃ ফিরোজ কামাল বলেন, পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।