ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১১:১৮ অপরাহ্ন

ফুলবাড়ীতে গুড়ি গুড়ি বৃষ্টিতে জনজীবন স্থবির

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, December 7, 2023 - 8:49 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 55 বার

মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে গত দুদিন ধরে দিন-রাত মেঘাচ্ছন্ন আকাশ, গুড়ি গুড়ি বৃষ্টিতে দেখা মিলেনি সূর্য্যরে আলো। এতে স্থবির হয়ে পড়েছে জনজীবন।

জেলা আবওহাওয়া অফিস জানায়,দিনাজপুর জেলায় বৃহস্পতিবার সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস,বাতাসের আদ্রতা ছিল ৯৮%, বৃষ্টিপাত হয়েছে ৪ দশমিক ২ মিলিমিটার।

জানাগেছে, সৃষ্ট লঘুচাপের ফলে গত বুধবার থেকে শুরু হয়েছে এ গুড়ি গুড়ি বৃষ্টি। শীত আর বৃষ্টি উপেক্ষা করে শ্রমজীবিরা বের হলেও,অতিরিক্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেননা অধিকাংশ মানুষ,স্থবির হয়ে পড়েছে জনজীবন। শহরের রাস্তা-ঘাট প্রায় জনশূন্য। দিনমজুর রিক্সা চালকসহ শ্রমজীবিরা বের হলেও তাদের তেমন কোন কাজ মিলছেনা বলে তারা জানান ।

এদিকে গুড়ি গুড়ি বৃষ্টিতে মাঠে ভিজে গেছে আমনধানও, এতে উৎপাদীত ধান মাঠে ঝড়ে পড়ার আশঙ্কা করছেন কৃষকরা। কৃষকরা বলছেন, এভাবে চলতে থাকলে মাঠে থাকা আমন ধান ঝড়ে যেতে পরে, ক্ষতি হতে পারে খড়েরও,এতে করে ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। তবে উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার বলছেন, দু-এক দিনের মধ্যে আকাশ পরিস্কার হয়ে গেলে তেমন কোন ক্ষতি হবেনা।