ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ১০:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

নৌকার প্রচারণায় তথ্যমন্ত্রীর পথসভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, December 23, 2023 - 2:37 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 59 বার

রাঙ্গুনিয়া প্রতিবেদকঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গুনিয়া-৭ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি নিজ নির্বাচনী এলাকায় পথসভা করেছেন। শনিবার (২৩ ডিসেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার উত্তর রাঙ্গুনিয়ার পারুয়া, দক্ষিণ রাজানগর, লালানগর, হোছনাবাদ ও স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের একাধিক স্পটে এই পথসভা করেন। এসময় তিনি দেশের উন্নয়নের স্বার্থে ভোট কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট প্রদানের আহবান জানান।

সন্ধ্যায় লালানগর ইউনিয়নের উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ে গেইটে আয়োজিত পথসভায় প্রধান অতিথি’র বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, গত ১৫টি বছর সব মানুষের জন্য আমার দরজাটি খোলা রেখেছি। কে আমাকে ভোট দিয়েছিলো কিংবা দেয়নি কিংবা ভবিষ্যতে দেবে না তা আমি কখনো ভাবিনি। আপনাদের সেবা করার উদ্দেশ্য মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আবারো মনোনয়ন দিয়েছেন। তাই আগামী জাতীয় নির্বাচনেও আপনারা আমার জন্য দরজাটি খোলা রাখবেন এবং নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য সবাইকে বলবেন, সবার কাছে এই আহবান জানাই। এসময় তিনি মরিয়মনগর গাবতল ডিসি সড়ক আরো ৭ থেকে ৮ ফুট প্রশস্তকরণ প্রক্রিয়ায় রয়েছে বলেও জানান।

প্রচারণাকালে রাঙ্গুনিয়া নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদারের, সদস্য সচিব ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান সিকদার, মুহাম্মদ আলী শাহ, জসিম উদ্দিন তালুকদার, ফারুক আহমেদ তালুকদার, বদিউর খায়ের চৌধুরী লিটনসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন।